নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মন্তব্য করে একপ্রকার অবজ্ঞাই করেছেন—এমনটা মনে করছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে তানজিম হাসান সাকিবের জবাব ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী এবং খানিকটা খোঁচামূলকও। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে অশ্বিন বলেন:“আমরা তো বাংলাদেশ নিয়ে একটুও কথা বলি না। কারণ ওদের নিয়ে বলার মতো কিছু নেই।” এই বক্তব্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্বিনকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানান। শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। সাংবাদিকদের প্রশ্নে অশ্বিনের মন্তব্য নিয়ে বলেন: “আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারবো। বিশেষ করে যারা...