বেলারুশ-রাশিয়া সীমান্তে ৪০ হাজার সেনা পাঠিয়েছে পোল্যান্ড। বেলারুশে শুরু হওয়া জাপাদ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মহড়ায় বেলারুশের সঙ্গে যোগ দেয় রাশিয়া। মহড়ায় আগামী দিনে শত্রুদের ঘায়েল করার বিভিন্ন কলা-কৌশল ঝালিয়ে নেবে দুই দেশের সেনারা।বুধবার রাতে টেলিভিশন চ্যানেল পোলস্যাট নিউজকে পোলিশ জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসিক বলেন, বেলারুশে শুরু হওয়া রাশিয়া-বেলারুশ জাপাদ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। পোল্যান্ড বহু মাস ধরে জাপাদ-২০২৫ মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। পোলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করেছে। সেখানে ৩০,০০০-এরও বেশি সৈন্য অংশগ্রহণ করেছে।টমসিক বলেন, জাপাদ-২০২৫-এর পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে পোলিশ এবং ন্যাটো সৈন্যদের প্রয়োজন। রাশিয়ান এবং বেলারুশিয়ান মহড়াকে আক্রমণাত্মক বলে মনে করা হয়। এখান থেকেই ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল। অতএব, পোলিশ সেনাবাহিনী এর...