জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার দায়িত্ব পালনে গিয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস ‘অসুস্থ’ ছিলেন এবং তাকে গার্ড পাঠিয়ে ডেকে আনা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার। জাকসু নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের এ রিটার্নিং কর্মকর্তা বলছেন, “নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্যই আমার সহকর্মীর মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। “আমি এ ঘটনার সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার ক্ষতিপূরণ দাবি করছি। এই মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।” শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার সকালে ভোট গণনার দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে...