অবাক বিষয়টি হচ্ছে, বিদ্যালয়টির মোট ৬ একর ১৯ শতক জমির মধ্যে ওই ৪ একর জমিতে কোন কর্তৃত্ব নেই শিক্ষা প্রতিষ্ঠানের। মালিকানা হাতছাড়া হওয়ার মতো এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও কারো যেন মাথাব্যথা নেই। ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজার এলাকার একাধিক সূত্র জানায়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়টি প্রাচীনতম একটি বিদ্যাপীঠ। যার নিজস্ব জমির পরিমাণ ৬ একর ১৯ শতক। এর মধ্যে প্রায় ৪ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে মার্কেট, দোকাপাটসহ ২১৪টি পাকা স্থাপনা। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিগত আওয়ামী সরকারের আমলে জোরপূর্বক গড়ে তোলা এসব স্থাপনার বেশিরভাগেই কংক্রিটের গ্রেডবিম ব্যবহার ও দীর্ঘস্থায়ী টেকসই ছাদ নির্মাণ করা। এখানে রয়েছে গার্মেন্ট, ফার্মেসি, বস্ত্রবিতান, হার্ডওয়ার, মুদি দোকান, হোটেল রেস্তোরাঁ, রড সিমেন্ট ইত্যাদির দোকানপাট। এমনকি স্কুল গেইটের সাথেই বিশাল আকৃতির গোডাউনে চলছে ব্যবসা। জানা গেছে,...