১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম ঢাকার ধামরাইয়ে হত্যা মামলা ও সাংবাদিকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলার আসামি গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলাইমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানার এসআই এসএম কাউসার সুলতান। পুলিশ সূত্রে জানা গেছে, বনেরচর গ্রামের মনোয়ার হোসেন হত্যা মামলার আসামি, জালসা গ্রামের বৃদ্ধ ফজলুল হককে হত্যা চেষ্টার মামলার আসামি, দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি সাংবাদিক শামীম খানকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলার আসামি সোলায়মান হোসেন। তিনি দীর্ঘদিন ধরে সাভার নবীনগর এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়ি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে আসেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এলাকাবাসী ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়...