সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর দেওয়ানজীপুকুর পাড়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব উপলক্ষে মহাশোভাযাত্রা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত বলেন, আমি চট্টগ্রাম সিটির দায়িত্ব নেওয়ার পর জনতার সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি। গ্রিন, ক্লিন এবং নিরাপদ চট্টগ্রাম গড়ার ঘোষণা দিয়েছি। যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তার কথা বলা হয়েছে। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী না। কোনো ধর্মের মানুষকে বাদ দিয়ে বা কাউকে পিছিয়ে রেখে দেশ এগুতে পারবে না। তিনি বলেন, গত ১৭ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট...