চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাত দফা দাবিতে আমরণ অনশন শুরুর ৫২ ঘণ্টা পর অনশন ভেঙেছে ৯ শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আমরণ অনশন কর্মসূচি পালন করেন তারা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপাচার্যের হাত থেকে জুস পান করে তারা অনশন ভাঙেন। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে কর্মসূচি শুরু করেন তারা। অনশনে অংশ নেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চবির সংগঠক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আহমেদ মুগ্ধ, দপ্তর সম্পাদক নাইম শাহজাহান, নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, পিসিবি সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র। শিক্ষার্থীরা যে দাবিগুলো...