খুলনা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রায় প্রচারণা শুরু করেছেন খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার সহ স্থানীয় বিভিন্ন বাজার ও এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন। এ সময় আমিরুল ইসলাম কাগজী বিএনপির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং ভবিষাৎেও থাকবে। আমি মনোনয়ন পেলে অবহেলিত কয়রার-পাইকগাছার উন্নয়নে ও জনগণের পাশে থেকে কাজ করব। তিনি আরও বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি...