প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সকল ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি বজায় ছিল। ডাকসু নির্বাচনে কে জিতেছে কে হেরেছে-এটা বিষয় না। সবাই স্বাধীনভাবে ভোট দিয়েছে এটাই বড় কথা। নির্বাচনে আইনশৃঙ্খলায় আমরা সন্তোষ প্রকাশ করছি। আগামী প্রতিটি নির্বাচন এভাবেই অবাধ ও শান্তিপূর্ণ হবে। প্রেস সচিব বলেন, কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখেই রেল লাইন নির্মাণ করা...