মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ফর্মুলা লেখা সবসময়ই সময়সাপেক্ষ এবং দক্ষতার কাজ, এমনকি বিশেষজ্ঞদের জন্যও। সঠিক সিনট্যাক্স মেনে চলা, ফাংশন ব্যবহার করা, সেল রেফারেন্স দেওয়া এসব কারণে ব্যবহারকারীদের অনেক সময় ইন্টারনেটে উদাহরণ খুঁজতে হয় কিংবা ভুল সংশোধন করতে হয়। এই সমস্যা সমাধানে মাইক্রোসফট এক্সেলে ‘ফর্মুলা কমপ্লিশন’ নামে নতুন কোপাইলট ফিচার এনেছে। অত্যাধুনিক এআই মডেলের সাহায্যে এই ফিচারটি ব্যবহারকারীরা সেলে ‘=’ টাইপ করলেই ফর্মুলার সাজেশন এবং অটো-কমপ্লিশন দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নিওউইন’। সাজেশন: ব্যবহারকারী সেলে ‘=’ টাইপ করলে কোপাইলট ওয়ার্কবুকের হেডার, আশেপাশের সেল, টেবিল ও অন্যান্য ফর্মুলা বিশ্লেষণ করে একটি ফর্মুলার পরামর্শ দেবে। এর সঙ্গে ফর্মুলার সম্ভাব্য ফলাফল এবং এর উদ্দেশ্যের সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেখাবে। অটো কমপ্লিশন: ব্যবহারকারী ‘=’ এর পর আরও কিছু অক্ষর টাইপ করলে কোপাইলট রিয়েল টাইমে সাজেশন আপডেট...