বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে ভারতকে কাজ করতে হবে। তবে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তা ভারতের জন্য চিন্তার বিষয় হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে ‘আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত?’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। শ্রিংলা বলেন, “জামায়াত একটি চিতাবাঘ, যা তার অবস্থান পরিবর্তন করবে না। ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে, যদি আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে এ নিয়ে চিন্তিত হতে হবে।” তিনি আরও ইঙ্গিত দেন, সীমান্তবর্তী দেশ হওয়ায় ভারতের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় গুরুত্বপূর্ণ। তবে তিনি উল্লেখ করেন, “ভারতের নীতি হলো...