খুলনা:ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কোন ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটা।হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ করা যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বিক্ষোভ মিছিল পূর্বক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) দুপুর ২টায় খুলনা নিউমার্কেট চত্ত্বরে ইসলামী আন্দোলন...