ইন্দোনেশিয়ার বালি ও পূর্ব নুসা টেংগারা প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, কেবল বালিতেই নিহতের সংখ্যা ১৬ জন। নিখোঁজদের খোঁজে সেনা, পুলিশ ও প্রায় ৬০০ জন উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। টানা চার দিনের ভারি বৃষ্টির কারণে নদীর পানি ফুলে ওঠে। এতে অন্তত ১২০টি পাড়া প্লাবিত হয় এবং এক ডজনের বেশি ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে ঘরবাড়ি, সেতু, সড়ক ও বাজার এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যার কারণে ৫০০-এর বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন ছিল। তবে পানি নামতে শুরু করায় ধীরে ধীরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত পর্যটন,...