ময়মনসিংহের নান্দাইল উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে এলাকার মৃত ক্বারী সিরাজুল ইসলাম বকুলের কবরের চারপাশে আগুন লেগে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দিতে ঘর থেকে বের হন। তখন তিনি দেখেন, মরহুম ক্বারী সিরাজুল ইসলামের কবরের চারপাশে লাগানো প্লাস্টিকের বেড়ায় আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন এবং তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে মুয়াজ্জিন নিজেও সামান্য আহত হন। প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু বলেন, “ক্বারী বকুল একজন সৎ, নম্র ও পরহেজগার মানুষ ছিলেন। তাঁর কবর নিয়ে এমন নিন্দনীয় ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।” মরহুমের ছোট ছেলে জাকারিয়া জানান, “রাতে ঘুমোচ্ছিলাম।...