প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এসব সৌরবাতি সচল না থাকায় রাতের অন্ধকারে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রত্যন্ত গ্রামীণ এলাকার হাজার হাজার মানুষকে। ফলে এসব এলাকায় রাতের বেলা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ ও মাদকাসক্তদের অবাধ বিচরণ বেড়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টিআর-কাবিখা বরাদ্দের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নে রাতের বেলা পথচারীদের চলাচলের সুবিধার্থে বিভিন্ন গ্রামীণ হাট বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজসহ নানা প্রতিষ্ঠানের সামনে এসব সৌরবাতি স্থাপন করা হয়। ২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত ৪২ কোটি ৮৬ লাখ ৯ হাজার ২৩১ টাকা ব্যয়ে ৭৪৬টি সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এর মাঝে ২০১৬-১৭ অর্থ বছরে টি.আর প্রকল্পের আওতায় ৫০...