এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশলিয়া ইউনয়নের পিরোজপুর বস্তি এলাকায় এধর্ষণের ঘটনাটি ঘটে। গুরুতর অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার সরকার ও কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান। গ্রেপ্তারকৃত কিশোরেরা হল, উপজেলার কুশলিয়া ইউনিয়নের পিরোজপুর বস্তির ভ্যান চালক আবু সাঈদের ছেলে শফিকুল ইসলাম (১৫), একই এলাকার রেজাউল ইসলামের ছেলে নাঈম (১৪) ও তার ভাই সিয়াম (১২)। ভুক্তভোগী শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার বিকেলে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খাবার খাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি নির্জন ঘরে নিয়ে মুখ, হাত ও...