বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। জনগণ দেখেছে জামায়াতে ইসলামী’র দুইজন মন্ত্রী কতটা স্বচ্ছতার ভিত্তিতে নিজেদের দায়িত্ব পালন করেছে। জামায়াতে ইসলামী’র যত জনপ্রতিনিধি ছিলেন কারো বিরুদ্ধে ১ টাকার দূর্নীতি’র অভিযোগ কখনো পাওয়া যায়নি। দেশের প্রতিটি প্রান্তে জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা নিজেদের মানবিক কর্ম, আন্তরিকতা, ভদ্রতা ও স্বচ্ছতা’র মাধ্যমে জনগণের মন জয় করছে। জামায়াতে ইসলামীকে মানুষের কাছ থেকে দূরে রাখতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ২৪’র ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মানুষ পুরোপুরি জামায়াতে ইসলামী সম্পর্কে ধারণা পেয়েছে। সব দলের শাসন তারা দেখেছে, এখন জামায়াতে ইসলামী’র কাছে দেশের শাসনভার...