চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছিলেন ৯ শিক্ষার্থী। দীর্ঘ ৫২ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে এ আমরণ অনশন ভেঙেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানসহ অন্য শিক্ষকরা। পরে শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য উপাচার্যকে বললে রবিবার আন্তরিকতার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এর আগে শুক্রবার জুমার নামাজের পর বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে যান তিনি। অনশন ভাঙার পর বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র...