রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে সরিয়ে তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুনকে।শুক্রবার জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।আদেশ অনুযায়ী, মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ্ আল মামুন।পুলিশ সূত্র জানিয়েছে, সম্প্রতি গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে হামলা, পুলিশের ওপর হামলা এবং সহিংসতা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর থানা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা শুরু হয়। এর এক সপ্তাহের মাথায় ওসি রাকিবুল ইসলামকে বদলি করা হলো।এদিকে নতুন ওসি আব্দুল্লাহ্ আল মামুন সম্পর্কে জানা গেছে,...