নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি, ক্ষোভ ও অনিশ্চয়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গণনা বন্ধের গুঞ্জন, যা বিভ্রান্তিকর ও সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জল কুমার মণ্ডল জানিয়েছেন, এখনো কেন্দ্রীয় সংসদের ভোট গণনার সিদ্ধান্ত হয়নি। তারা বিকেল ৩টা থেকে অপেক্ষা করছেন গণনা শুরু হওয়ার। তবে কয়েকটি হলের ভোট গণনা এখনো শেষ হয়নি—বিশেষ করে তাজউদ্দীন আহমদ হলের। তিনি বলেন,"তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনা চলছে। এটি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সংসদের গণনা শুরু করা যাচ্ছে না।" নওয়াব ফয়জুননেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার ভোট গণনার অব্যবস্থাপনা নিয়ে কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়:“আমরা শিক্ষকরা তিন দিন ধরে অমানুষিক পরিশ্রম...