বাংলাদেশের নির্বাচন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ভারতে। সেখানে বক্তব্য রাখেন দেশটির প্রাক্তন পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সমসাময়িত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘এটি একটি চিতাবাঘ যা কখনও তার অবস্থান পরিবর্তন করে না।’ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে “আমরা কি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত?” শীর্ষক আলোচনায় বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে ভারত সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও, দেশটিকে তার মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে এমন যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জামায়াতের প্রসঙ্গ টেনে শ্রিংলা দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর “সহায়ক বাহিনী” হিসেবে এই সংগঠনের ভূমিকা...