নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীর পক্ষেই রায় দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশালে মহানগরীর যুব বিভাগের নির্বাচনী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘দেশের জনগণের মনের স্পন্দন বুঝতে হবে। জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। এর প্রমাণ মিলেছে দেশের বৃহৎ ক্যাম্পাসগুলোর নির্বাচনে। সমস্ত চাপ উপেক্ষা করেও যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। আগামী নির্বাচনে অনেকে নানা ধরনের মেকানিজমের কথা চিন্তা করছেন, তবে এই যুব সমাজ কোনো রক্তচক্ষু মেনে নেবে না।’অ্যাডভোকেট হেলাল আরও বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। রসুলুল্লাহ (স.)-এর সাহাবীদের মধ্যে অধিকাংশই ছিলেন...