ক্রিকেটে নান্দনিক পারফরম্যান্সে আধিপত্য বিস্তার করছে ভারত। বৈশ্বিক এবং মহাদেশীয় টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ ভারত। আগামী রোববার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। প্রতিবেশী দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ের আগে নিজেদের অপ্রতিরোধ্য বলে দাবি করেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং। ভারতীয় সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘ভারতের হারানোর মতো যদি এমন কোনো দল থাকে, সেটা কেবল ভারতই। আমাদের দলে রয়েছে বিশাল প্রতিভা। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকলেও নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করতে সক্ষম। ইতোমধ্যে তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে।’ এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে ৮ বারের চ্যাম্পিয়ন ভারত, শ্রীলংকা ৬ বার আর পাকিস্তান এশিয়া কাপ জিতে নেয় ২ বার। বাংলাদেশ তিনবার ফাইনালে উঠে দুইবার ভারত আর একবার পাকিস্তানের বিপক্ষে হেরে...