সৌদি আরবে শুধু নারীদের খেলা দেখাতে দেশটির ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারমাধ্যম সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে একটি টেলিভিশন চ্যানেল চালু করছে অল উইমেন’স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটিতে এ টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এডব্লিউএসএনের সহপ্রতিষ্ঠাতা হলেন অস্কার বিজয়ী কৌতুক অভিনেতা হুপি গোল্ডবার্গ। সংস্থাটি গত বছরের শেষের দিকে শুধু নারীদের খেলাধুলা সম্প্রচারের জন্য বিশ্বে প্রথমবারের মতো মিডিয়া চ্যানেল চালু করেছিল। গতকাল বৃহস্পতিবার এডব্লিউএসএনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ২৪ ঘণ্টার ‘এসএসসি এডব্লিউএসএন’ চ্যানেলটি শুক্রবার থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘এমবিসি শহীদের’ মাধ্যমে দেশটিতে সম্প্রচার শুরু করবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফুটবল ও টেনিসসহ বিভিন্ন ক্ষেত্রে ভিশন ২০৩০ এর আওতায় সংস্কার কর্মসূচি গ্রহণের পর থেকে দেশটিতে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে, সৌদি...