জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। নতুন এই কমিটি থেকে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার জায়গায় সদস্য করা হয়েছে বর্তমান বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। পরিবর্তন এসেছে জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদেও। সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে সদস্য করা হয়েছে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে। গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ১১ সদস্যের নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারকে। যদিও এই পদটি বর্তমানে খালি রয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকেই কাউন্সিলর হবেন বুলবুল। আর জেলা ক্রীড়া...