রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শাহীন (২৪)। তিনি বড়ইছড়ি কলেজ রোড এলাকার বাসিন্দা এবং মো. শহীদুল্লাহর পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, রাতের ঘটনায় শাহীনের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িকে খবর দেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীনের স্ত্রী জানান, সেদিন তিনি বাপের বাড়ি রাঙ্গুনিয়া থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ঘরের ভেতর অস্বাভাবিক নড়াচড়া টের পান। আলো জ্বালিয়ে দেখেন, শাহীন সিলিং ফ্যানে ঝুলছে। এ বিষয়ে শাহীনের মা বলেন, “আমার ছেলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না। শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে এসে সে নিজ ঘরে...