নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মীর্জাপুর গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ৮ জনকে আটক করেছে। জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই ইকবালের নেতৃত্বে একটি দল মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়ার সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মীর্জাপুর গ্রামের খায়রুল ইসলাম (৩৩), কাছম আলী (৫৫), রাহাত ইসলাম...