১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম কুমিল্লার নাঙ্গলকোটে এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজলুল করিম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজলুল করিম উপজেলার লক্ষীপদুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। মামলা ও থানা সূত্রে জানা গেছে, ভিকটিম ৮ বছর বয়সী শিশু উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া গ্রামে ফজলুল করিমের মুদি দোকানে মুড়ি কিনতে যায়। এসময় আশপাশে কেউ না থাকায় শিশুটিকে দোকানের ভিতর নিয়ে গায়ে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে সে দৌড়ে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায়...