দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না ভারত-পাকিস্তানের। তবে বৈশ্বিক বা মহাদেশীয় আসরে ক্রিকেট খেলে এই দুটি দেশ। সব ঠিক থাকলে আগামী রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এই ম্যাচের আগে থেকেই চলছে দুই দেশের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। সাবেক ভারতীয় তারকা হরভজন সিং এশিয়া কাপে তাদের হারানোর মতো কোনো দল দেখেন না। ভারতীয় সংবাদ সংস্থা 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া' কে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, 'যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা কেবল ভারতই। আমাদের দলে রয়েছে বিশাল প্রতিভা। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকলেও নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করতে সক্ষম। তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে।' এর আগে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজন, শিখর ধাওয়ানসহ...