জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার বলেছেন, আমি যতটুকু জানি, জান্নাতুল ফেরদৌস তাড়াহুড়া করে সকালে নির্বাচনী কাজে এসেছিলেন। তিনি তিনতলায় ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়ার আগেই কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। আমি মনে করি, যদি গতকাল ফলাফল ঘোষণা করা হতো, তাহলে এই মৃত্যু আমাদের দেখতে হতো না, আমাদের কাঁদতে হতো না। ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণের পরও কেন হলে (হলগুলোতেই) গণনা করা হলো না এটাই আমার প্রশ্ন। নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেই আমার সহকর্মীর মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের নিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।...