পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের ট্রেভ্যালি ফিশ বা তবলা মাছ। এসময় মাছটি নিয়ে এলাকা হইচই পড়ে যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন এক জেলে। পরে বাজারে নিলামে মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়। যা প্রতি কেজি প্রায় ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে এ অঞ্চলে মাছটির তেমন চাহিদা নেই। এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় একটি মাছ। মূলত এ জাতীয় মাছ আকারে অনেক বড় হয়। মাছটি অনেক সুস্বাদু। এটির অর্থনৈতিক গুরুত্বও...