চুয়াডাঙ্গায় দুই মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুই ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ওই দিন দুপুরে সদরের দ্বীননাথপুর জামেয়াতুল উলুমিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে। আহতরা ছাত্ররা হলেন, ক্কিয়াচাঁদপুর গ্রামের বজলুর রহমানের ছেলে রাব্বি হাসান (১৩) ও একই গ্রামের মিলন হোসেনের ছেলে মিরাজ (১৩)। তারা দুজনই ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম খলিল বাংলা ও ইতিহাস বিষয়ে ক্লাস নেন। ওই দুই ছাত্রের স্বজনদের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার দুপুরে খাবারের পর মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে ছিলেন ছাত্ররা। এসময় ওই শিক্ষকের ভাগ্নে প্রথম শ্রেণির ছাত্র হুজাইফার শরীরে পা তুলে দেয় রাব্বি। সেটি দেখতে পেয়ে রাব্বি ও মিরাজকে কাঁঠের চলা দিয়ে বেধড়ক মারপিট করে শিক্ষক ইব্রাহিম...