জানা গেছে, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দিয়েছেন। রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম গতকাল রাতে জানান, আজ শুক্রবার দুপুরে ভোট গণনা শেষ হতে পারে। কিন্তু সেটাও হয়নি। তবে আজ শুক্রবার তিনি জানিয়েছেন, রাতে গণনা শেষ হতে পারে। ভোট গণনা ও ফলাফলে কেন এত দেরি এ বিষয়ে তিনি জানান, ওএমআর মেশিন দিয়ে ভোট গণনার জন্য প্রস্তুতি ছিল। কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) করার সিদ্ধান্ত হয়। এতে করে সময় বেশি লাগে। এছাড়া আজ সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও দুটি...