শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। পরে জামায়াত মনোনীত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাতে ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানায়। এ সময় তাদের সঙ্গে আরও ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী যোগদান করেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জামায়াতে যোগদানকারী স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা ইস্রাফিল হাওলাদার বলেন, আমি চাই দেশে ইসলাম কায়েম হোক, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয় বিধায় উক্ত দল থেকে বের...