১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকার ক্লাবে নাম লিখিয়েছেন স্পিনার রিশাদ হোসেন। আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ করেন রিশাদ। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে রিশাদের বোলিং পরিসংখ্যান ছিল- ৪৩ ম্যাচে ৪৮ উইকেট। হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট শিকার টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হন ২০২৩ সালে অভিষেক হওয়া রিশাদ। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে পাঁচজন বোলার টি-টোয়েন্টিতে ৫০ বা ততোধিক উইকেট শিকার করেছেন। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি স্পিনার সাকিব আল হাসান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মুস্তাফিজুর...