সবচেয়ে বড় কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগ, প্রো কাবাডি লিগের ১২তম আসরে অংশ নিতে ভারতের দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এবারের আসরে শাহান বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্স-এর হয়ে খেলবেন। প্রো কাবাডির ১২তম আসরের জন্য নিলামে ১০ জন বাংলাদেশির নাম ছিল। প্রো কাবাডি লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শাহান। জাতীয় দলের সদস্য শাহান বাংলাদেশ নেভিতে খেলে থাকেন। গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপিতে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। প্রো শাহ মোহাম্মেদ শাহান...