বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি জানান, শুক্রবার সকালের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই আরও বলেন, ‘আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পারি ওই নারী অসতর্কভাবে কুড়িল রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এ ঘটনাটি ঘটে। আমরা...