যুক্তরাষ্ট্রের ইউটায় গুলিতে নিহত চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাতে দেখা যায়, ওই ব্যক্তি ছাদের উপর দিয়ে দৌড়ে কিনারায় চলে যান। কিনারা থেকে নেমে পড়েন দেয়ালের কার্নিসে। পরে সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে নেমে তিনি দৌড়ে পালিয়ে যান। কার্কের খুনি এখনও ধরা পড়েনি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনাস্থল এবং এর আশপাশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছেন তারা। তেমনই এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। নিরাপত্তা ক্যামেরার এই ভিডিও ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তির গায়ে ছিল কালো রঙের টি-শার্ট; তার ওপর মার্কিন পতাকার সামনে একটি ঈগলের ছবি আঁকা ছিল, চোখে ছিল কালো সানগ্লাস এবং মাথায় ছিল গাঢ় রঙের বেসবল ক্যাপ এবং পায়ে ছিল স্নিকার্স। এফবিআই এক...