প্রায় দেড় মাস আগে ঘোষণা করা হয় ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হলো। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলতি বছরের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে আছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। দুজনেই যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন যথাক্রমে ‘জওয়ান’ এবং ‘টুয়েভলথ ফেইল’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য। অভিনেত্রী রানী মুখার্জী জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে শক্তিশালী অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন এই স্বীকৃতি। বিদু ভিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েভলথ ফেইল’ জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এছাড়া করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে সেরা জনপ্রিয় চলচ্চিত্র (সুস্থ বিনোদন) পুরস্কার। গায়িকা শিল্পা রাও পেয়েছেন সেরা নারী প্লেব্যাক...