রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনকে ঘিরে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা রক্ষায় সুরক্ষা নীতি প্রণয়নসহ সাত দফা দাবি জানিয়েছে নারী প্রার্থীরা। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদের’ ভিপি প্রার্থী তাসিন খান। দাবিগুলো হল- অনলাইন আচরণবিধি ও তথ্য যাচাই প্রক্রিয়া স্পষ্ট করে অফিসিয়াল সুরক্ষা নীতি প্রণয়ন, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি ও নিরাপত্তা টহল জোরদার করে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট বা ফেক আইডি নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল ও স্বীকৃত গ্রুপ/পেজে সদস্য যাচাই, ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা রক্ষায় নীতি প্রণয়ন, ডিজিটাল লিটারেসি ও সেফটি প্রশিক্ষণ চালু এবং প্রতিটি বিভাগ, হল ও প্রশাসনিক ইউনিটের জন্য...