দাবি পূরণে উপাচার্যের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার দাবি পূরণের আশ্বাস দিলে তারা অনশন ভাঙেন। গত বুধবার দুপুর ১২টা থেকে নিরাপদ ক্যাম্পাস, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে প্রক্টর অফিসের সামনে ‘আমরণ অনশন’ বসেন ৯ শিক্ষার্থী। এদের মধ্যে শুক্রবার সকালে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। অনশনে থাকা সংগীত বিভাগের শিক্ষার্থী ঈশা দে বলেন, ‘অনশন শুরু করার পর বৃহস্পতিবার উপ-উপাচার্য আমাদের সাথে একদফা কথা বলেছেন। শুক্রবার দাবি পূরণে উপাচার্য গ্রহণযোগ্য প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এ জন্য অনশন ভেঙ্গেছি।’ ঈশা দে বলেন, ‘উপাচার্যের...