ফেব্রুয়ারির পরে দেশে জান্নাতি পরিবেশ বিরাজ করবে ভাবাটা বোকামি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশ কিন্তু শান্ত হয়নি। আমরা এখনও ভলকানোর ওপর বসবাস করছি। কেউ যদি মনে করেন ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ডে পরিণত হবে, জান্নাতি পরিবেশ বিরাজ করবে তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। যেকোনো সময় এই দেশে নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্জিয়ার মতো পরিস্থিতি ফিরে আসতে পারে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা এখন অনেক বেশি কনশাস। তারা প্রচণ্ডভাবে রাস্তায় নামার জন্য প্রস্তুত। তাদের আবেগ-আকাঙ্ক্ষাকে যদি অপমান করেন, পাকিস্তানি বা মৌলবাদী ট্যাগ দেন তাহলে সেই রাজনীতি পরাজিত হবে। তরুণদের অসম্মান করলে কালেকটিভলি আমরা সবাই হেরে যাবো।...