বদরুদ্দীন উমর (২০.১২.১৯৩১-০৭.০৯.২০২৫) নিরাপোসপন্থি। তিনি নিরাপোস থেকেছেন পিতার রক্ষণশীল রাজনৈতিক চিন্তার সঙ্গে। সাম্প্রদায়িকতাপন্থি মোনায়েম খানদের সঙ্গে যারা উদ্যোগ নিয়েছিল তার গ্রন্থ বাজেয়াপ্ত করার, তার মুক্তচিন্তা দলিত করার-তাদের সঙ্গে। ধর্মচর্চা বা ধর্মের বিরুদ্ধে নয় তিনি নিরাপোস থেকেছেন ধর্মের রাজনৈতিক ব্যবহার, ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং ধর্মযুক্ত রাজনৈতিক চিন্তা ও কাজের সঙ্গে। তিনি দেখিয়েছেন, সাম্প্রদায়িকতার শ্রেণিগত ভীত রয়েছে পুঁজিবাদ এবং সামন্তবাদের ওপর। নিরাপোস থেকেছেন পুরস্কার গ্রহণের মাধ্যমে তালিকাভুক্ত বুদ্ধিচর্চার সঙ্গে। নিরাপোস থেকেছেন আপসপন্থি বিলোপবাদী রুশপন্থি’দের সঙ্গে। এমনকি নিরাপোসপন্থি চীনপন্থিদের সঙ্গেও, যেখানে রয়েছে পেটি বুর্জোয়া, অসর্বহারা, বিচ্ছিন্ন, সন্ত্রাসী এবং বালসুলভ বিপ্লববাদ। আপস করেননি আওয়ামী-বিএনপি-জামায়াত-কংগ্রেস-বিজেপির কর্তৃত্ববাদী-জঙ্গিবাদী-হিন্দুত্ববাদী চিন্তার সঙ্গে। পুঁজিবাদী সংস্কৃতির উগ্রতাকেও ছুড়ে ফেলে দিয়েছেন। সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকে (সিপিএম-সিপিআই-সিপিবি) রাজনীতি করা এবং অন্ধ অনুকরণবাদী, অবাস্তব ও স্থানীয় পরিস্থিতিতে অকার্যকর পদ্ধতি (চারু মজুমদার) অনুসরণ করার ভ্রান্তি প্রদর্শন...