জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস (৩১) নামে চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপকের মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছেন তার সহকর্মীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভোট গণনায় বিলম্ব ও প্রশাসনের অব্যবস্থাপনার নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাবি নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা ড. সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অব্যবস্থাপনার জন্য দায়ী। তিনি বলেন, এ মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। আমরা এ মৃত্যুর বিচার চাই। জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ড. সুলতানা আক্তার বলেন, যদি কালকে ভোট গননা করে ফলাফল দেওয়া...