জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ শুক্রবারের মধ্যেই ঘোষণা করতে হবে বলে আলটিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নির্বাচন বানচালের কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, তাকে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে। মাজহারুল ইসলাম আরও বলেন, কোনো ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, ট্যাগিং বা বুলিংয়ের মাধ্যমে যেন কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনে কিছু অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও ছাত্রদল ও বাগছাসের ‘ব্যাশিং’ ও ‘মিথ্যাচার’ তার চেয়েও বেশি আলোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফলাফল প্রকাশের দাবি জানিয়ে মাজহারুল ইসলাম...