একদিন পরও শেষ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন বলছে, গণনা শেষ করে ফলাফল আসতে বিকেল গড়িয়ে রাত হতে পারে। এর আগে, ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টা থেকে শুরু হয় গণনার কাজ। শুক্রবার দুপুর পর্যন্ত সময় নিয়েছিল নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় সময় লাগছে বেশি। এ পর্যন্ত ২১টি হল সংসদের মধ্যে অন্তত ১৮টিতে ভোট গণনা শেষ হয়েছে। আজ রাত ১০টার মধ্যে ফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম। তিনি জানান, ওএমআর স্ক্যনিংয়ের পরিবর্তে হাতে ভোট গণনার কারণে সময় বেশি লাগছে। এবার জাকসু নির্বাচনে ভোট...