রাজশাহীর পবায় ‘ভণ্ড পীর-ফকিরদের’ সমাজ ও শরীয়তবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন উলামায়ে কেরাম ও মুসল্লিরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পবা উপজেলার বায়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীনের নেতৃত্বে ওই এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি বায়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। সেখানে মাওলানা ইমরান উদ্দীন বলেছেন, “পবার চন্দ্রপুকুর গ্রামে হক বাবা গাউছুল আজম মাইজভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফের আড়ালে গাঁজার আড্ডা বসানো হতো। এ খবর পেয়ে দেড় শতাধিক মানুষ সেখানে গিয়ে তা ভেঙে দেয়। আমরা মসজিদ বা মাজারের বিরুদ্ধে নই; তবে যেখানে অপকর্ম হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে।” তিনি আরো বলেন, “দেশের বিভিন্ন স্থানে ভণ্ড...