ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্ট বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পরই উভয় আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রথমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল করা হয়। এরপর একইভাবে মুম্বাই হাইকোর্টকেও হুমকি দেওয়া হয়। এতে উভয় আদালত এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় শুনানি। শুরু হয় হুড়োহুড়ি। এজলাসে শুনানি শুরু হতেই বোমা হামলার হুমকি দিয়ে হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল পাঠানো হয়। হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারক ও বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুম থেকে বেরিয়ে যান আইনজীবীরাও। খবর পেয়ে হাইকোর্ট চত্বরে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও...