হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলমাছড়া বনের মূল্যবান গাছচুরির অভিযোগে বনবিভাগের চারকর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলটি দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারকমুহাম্মদ শাহেদুল আলম মামলাটি আমলে নিয়ে পিবিআই হবিগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। মামলা সিআর নং-৭৪৫/২৫ হিসেবে নথিভুক্ত হয় এবং আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। মামলায় যাদেও বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট নূর মোহাম্মদ, তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান, বনপ্রহরী সুমন বিশ্বাস। অভিযোগ এজাহাওে উল্লেখ করা হয়, গত ২ মার্চ, ২০ মার্চ ও ৯ আগস্ট সাতছড়ি ও তেলমাছড়া বিট থেকে বিপুল পরিমাণ সেগুনসহ মূল্যবান বনজ...