দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫২:০৯ দুর্গাপুরে সরকারি কর্মকর্তার ফেসবুক পোস্ট, সমালোচনার ঝড় NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। নেত্রকোনা:নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডাকসু নির্বাচনের ছাত্রশিবিরকে শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্রদলের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টগুলো দেয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে আজ শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে আর সেই পোস্টগুলো পাওয়া যায়নি।জানা গেছে, ছাত্রদল ও শিবিরের জিএসের ভোটের ফলাফল সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেন কাছাকাছিও নাই। জরিপের সাথে মিল আছে। অভিনন্দন সত্য পথের পথিক। আরেকটি ফটোকার্ডে ভিপি প্রার্থীর ফলাফল...